আমুদরিয়া নিউজ: শুভাংশু শুক্লা-সহ চার নভশ্চরকে নিয়ে বুধবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিল স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। এই অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন, নাসার প্রাক্তন মহাকাশচারী কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির তিবোর কাপু এবং পোল্যান্ডের স্লাওসুজ উজনানস্কি-উইসনিয়েভস্কি। ইতিমধ্যে মহাকাশে প্রায় ২৪ ঘণ্টা কাটিয়ে ফেলেছেন তারা। এবার মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন শুভাংশু। বলেন, “নবজাতক শিশুর মতো হাঁটা, খাওয়ার মতো স্বাভাবিক প্রক্রিয়াগুলি শিখছি। যখন যাত্রা শুরু হল, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খুব ভাল সফর ছিল। মহাকাশে পৌঁছোতেই অস্বস্তি শুরু হয়। শুনলাম, গত কাল নাকি আমি পড়ে পড়ে ঘুমিয়েছি!” বর্তমানে তাঁদের মহাকাশযান ‘ড্রাগন’ পৃথিবী থেকে ৪১৩ কিলোমিটার দূরে প্রতি ঘণ্টায় ২৬,৫০০ কিলোমিটার বেগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে এগিয়ে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁদের গন্তব্যে পৌঁছোনোর কথা। ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।
