আমুদরিয়া নিউজ: কসবা কাণ্ডে যারা যুক্ত তাদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সোশাল মিডিয়ায় তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করছি। এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। তৃণমূল কংগ্রেস এইসব বাঁদরামি বরদাস্ত করবে না।” পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবারই কসবা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশি তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র। যিনি এখন আলিপুর আদালতে ল’ প্র্যাকটিস করেন। অন্য দুজন জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তারা কলেজেরই বর্তমান পড়ুয়া। শুক্রবারই ধৃতদের আলিপুরে আদালতে তোলা হলে তাদের ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
