আমুদরিয়া নিউজ: আইনি নোটিশ পাঠানোর পর এবার আর জি করের নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে মামলাটি দায়ের হয়েছে। অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন। বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের হল। কুণাল জানিয়েছিলেন, নোটিস পাঠানোর পর ৪ দিনের মধ্যে যদি নির্যাতিতার বাবা ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করবেন তিনি। সময়সীমা পেরিয়ে যেতেই এদিন মামলা দায়ের হল।
