আমুদরিয়া নিউজ: ২০১৪ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলে নির্বাচিত হয়েছিলেন কুলদীপ যাদব,কিন্তু তিনি কোনও ম্যাচেই অংশ নিতে পারেননি । ২০১৭ সালের ফেব্রুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচের জন্য তাকে ভারতের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৭ থেকে ২০২৫—এই আট বছরে ৮৭টি ম্যাচ খেলছে ভারত, অথচ তাঁর কেরিয়ারে টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র ১৭। বাকি ৭০টি টেস্টে বাইরে বসেই কাটিয়েছেন তিনি। তবে যখনই সুযোগ পেয়েছেন, নিজের দক্ষতা দেখিয়েছেন কুলদীপ ।
দিন শেষে একটি পরিসংখ্যান বিশেষভাবে আলোচনায় আসে—টেস্টে অন্তত ৫০টি উইকেট আছে এমন সব স্পিনারের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট কুলদীপ যাদবের। তাঁর স্ট্রাইক রেট ৩৬.৬, অর্থাৎ গড়ে প্রতি ৬ ওভারে একটি করে উইকেট নেন তিনি। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও তিনিই ভারতের সেরা বোলার ছিলেন। ১৭ ওভার বোলিং করে ৪৮ রান দিয়ে তিনটি উইকেট নেন । ৮১.৫ ওভার খেলা হলেও, বাঁহাতি রহস্য স্পিনার কুলদীপ দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের এক মুহূর্তের জন্যও স্বস্তি দেননি।