আমুদরিয়া নিউজ: কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হচ্ছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও সাহায্য করে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা শিহরিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’ প্রসঙ্গত, চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় নিয়োগ করা হচ্ছে তাঁকে।