আমুদরিয়া নিউজ: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন খালিদ জামিল। শুক্রবার সমাজমাধ্যমে খালিদকে নিয়োগের কথা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন জামিল। তার সঙ্গে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ। দিনসাতেক আগেই ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। শেষমেশ জামশেদপুর এফসির কোচকে বেছে নিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। সামনেই সেন্ট্রাল এশিয়া ফুটবল (কাফা) টুর্নামেন্ট। সেখান থেকেই কাজ শুরু করে দেবেন খালিদ জামিল।