আমুদরিয়া নিউজ: কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখল ইয়েমেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর মিলেছে। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। ঠিক ২৪ ঘণ্টা আগেই তা স্থগিত হয়ে গেল। তবে কতদিন পর্যন্ত তা স্থগিত, তা এখনও স্পষ্ট নয়। কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। সেই থেকে তাঁর ফাঁসি আটকানোর জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিমিশার পরিবারের সদস্যেরা। ইয়েমেনের সুপ্রিম কোর্টেও সাজা মকুবের আবেদন জানানো হয়। কিন্তু তা খারিজ হয়ে যায়। ফাঁসি আটকাতে ভারতীয় সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তাঁর পরিবার। কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টিতে কোনও ভাবে হস্তক্ষেপ করে, সেই আর্জি জানান তাঁরা। কিন্তু এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে আর তেমন কিছু করার নেই, তা স্পষ্ট করে দেওয়া হয়।
