আমুদরিয়া নিউজ : কাশ্মীরের বেশির ভাগ মানুষ এখন তীব্র প্রতিবাদে সচ্চার হয়েছেন। তাঁরা সমস্ত ভারতীয়দের এই প্রতিবাদে এক সাথে লড়াই করার ডাক দিয়েছেন। শ্রীনগরের লাল চকে তাঁরা ভারতের পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করেন। তাঁরা জানান, সকলে মিলে লড়াই করলেই জঙ্গিদের হারানো যাবে। এখন কিছু বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে , যারা এই ষড়যন্ত্রে কাজ করেছে তাঁদের ধরে শেষ করা, ভবিষ্যতে যাতে আর কোনও ভারতীয়কে এমন দিন দেখতে না হয় তাঁর জন্য কঠোরতম ব্যবস্থা নেওয়া। আর এর জন্য প্রত্যেক ভারতীয়কে জোট বেধে নিজের দেশকে রক্ষা করার জন্য একসাথে লড়তে হবে, এমনই জানিয়েছেন তাঁরা।
