আমুদরিয়া নিউজ: ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে নাম জড়িয়েছে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের! তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক মহিলা। সেই এফআইআর বাতিলের দাবি নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ‘পদ্মশ্রী’ প্রাপ্ত সন্ন্যাসী। মঙ্গলবার তিনি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানান। এফআইআর খারিজের আবেদন জানাতে গিয়ে বলেন, ”ভারত সেবাশ্রম সংঘের একজন মানুষ ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন। পুলিশ নোটিস দিয়ে আজ আমাকে যেতে বলেছে। এটা সাধুসন্তদের উপর আক্রমণ।” বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি গ্রহণ করে জানান, বুধবার শুনানি হবে। সম্প্রতি এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। অভিযোগকারিণীর দাবি, তাঁকে একটি স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। তারপর একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। শুধু তাই নয়, পরে চাপ সৃষ্টি করে তাঁকে গর্ভপাত করাতেও বাধ্য করেন কার্তিক মহারাজ বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তবে প্রথম থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করছেন কার্তিক মহারাজ।
