আমুদরিয়া নিউজ: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পদ্মশ্রী সম্মান প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ এনেছেন। নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিসে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসে। এফআইআর খারিজের আবেদন জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলা করেন কার্তিক মহারাজ। বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন শুনানি হয়। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত স্বস্তিতে সন্ন্যাসী।
