আমুদরিয়া নিউজ : দলের হাইকমান্ডের নির্দেশে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেসের দুই শীর্ষ নেতা এক টেবিলে বসলেন। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া শনিবার একসঙ্গে ব্রেকফাস্টের ছবি পোস্ট করেছেন। দুই নেতার মুখেই হাসি। সূত্র অনুসারে, সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদ থেকে এখনই সরতে হবে। তবে মন্ত্রিসভায় ডিকের অনুগামীদের ভাল মন্ত্রক দেওয়া হবে। এটাও শোনা গিয়েছে, ডিকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপমুখ্যমন্ত্রী দুটি পদেই বহাল থাকবেন।