আমুদরিয়া নিউজ: দুই সন্তানকে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছেন সইফ-করিনা। সেখানে অভিনেত্রীর ‘লুঙ্গি স্টাইল’ নজর কেড়েছে অনুরাগীদের। বৃহস্পতিবার রাতে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন বেবো। সেখানেই দেখা গেল, অভিনেত্রীর পরনে চকচকে হলুদ রঙের হল্টারনেক সুইম টপ যার পিছনে বাঁধা সরু ফিতে। সেই টপের সঙ্গে তিনি প্রথাগত সারং বা শর্টস পরেননি। সকলের নজর কেড়েছে অভিনেত্রীর লুঙ্গির মতো দেখতে স্কার্টটি। সবুজ স্কার্টটি জুড়ে চেক প্রিন্ট। আর শুধু নিজে পরেই ক্ষান্ত হননি তিনি, বরং অনুরাগীদেরও লুঙ্গি পরে দেখার নিদান দিয়েছেন তিনি। ক্যাপশনে লেখা- ‘গ্রিসের সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সকলেরই পরে দেখা উচিত।’