আমুদরিয়া নিউজ: সদ্যই কানাডার মাটিতে নতুন ক্যাফে খুলেছেন কমেডিয়ান কপিল শর্মা। আর সেই ক্যাফেতে বন্দুকবাজের হামলা। জানা যাচ্ছে যে, আচমকাই একটি গাড়ি করে এসে একদল দুষ্কৃতি কপিলের কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে অবস্থিত ‘ক্যাপস ক্যাফে’ লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু কেন দুষ্কৃতীরা কপিলের ক্যাফেকে নিশানা করল তা স্পষ্ট নয়। ঘটনার দায় স্বীকার করেছে বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি। প্রসঙ্গত, লাড্ডি সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী।
