আমুদরিয়া নিউজ : বিজয়ের আবহে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে। তবে তাঁর এই জয়ে হতাশ বহু কমলা সমর্থক তারকা। ইনস্টাগ্রাম লাইভে এসে হতাশা প্রকাশ করেছেন র্যা পার কার্ডি বি। রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পকে ফের নির্বাচন করায় আমেরিকাবাসীদের অভিনন্দন জানিয়েছেন ‘ওয়ান ট্রি হিল’ অভিনেত্রী সোফিয়া বুশ। কিন্তু পর মুহূর্তেই আক্ষেপ প্রকাশ করে লিখেছেন সকলের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কায় রয়েছেন। অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করে লিখেছেন ট্রাম্পের কাছে যৌন হেনস্থার শিকার হওয়া মহিলাদের কথা ভুলতে পারছেন না। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিস ট্রাম্পের কড়া সমালোচনা করে সংখ্যালঘু ও যুবক-যুবতীদের প্রাপ্য অধিকার নিয়ে সংশয় প্রকাশ করেছেন।