আমুদরিয়া নিউজ : পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বর্ধমানের কালনার রাস্তায় ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন এক পথচারী মহিলা। পিক আপ ভ্যানের চালকও জখম। তবে মৃতরা সকলেই বাইকের আরোহী। একটি বাইকে চারজন নবদ্বীপ থেকে ফিরছিলেন। আহত মহিলাকে কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশে জেনেছে, বাইক আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না।
 
					 
			 
		 
		 
		 
		