আমুদরিয়া নিউজ: আলোর উৎসবে রঙিন হয়ে উঠেছে গোটা দেশ। তারই সঙ্গে নৈহাটিতেও শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। এদিন সকাল থেকেই নৈহাটির বড়মার কাছে নেমেছে ভক্তদের ঢল। শতবর্ষ পেরিয়ে এবার ১০২ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। ৭০ ভরি সোনার গহনা ও ১৫০ কেজি রুপোর অলংকারে সেজেছেন মা। এদিন রাত ঠিক ১২টায় শুরু হবে মূল পুজো। পুজোয় বড়মার ভোগে থাকবে পোলাও, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। কালীপুজোর রাতে বড়মাকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে, বড়মার কাছে কিছু চাইলে, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশপাশের এলাকা এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে।
