আমুদরিয়া নিউজ: আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে কাজল অভিনীত ‘মা’। আর তার প্রাক্কালেই কলকাতায় এসে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল। পরনে হালকা গোলাপি সিল্কের শাড়ি। মানানসই জড়োয়ার কানপাশা। হালকা মেকআপ আর লিপস্টিক। পুজো দিয়ে বেরিয়ে কাজল বললেন, “কলকাতা এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি। দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ছবির প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি।” রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি ‘মা’ । পৌরাণিক কাহিনি ভিত্তিক এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই গায়ে কাঁটা ধরিয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। ছবিতে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়। যে নিজের মেয়েকে প্রাণপণে সর্বশক্তি দিয়ে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে। কাজল ছাড়াও রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।