আমুদরিয়া নিউজ : তারকা অভিনেতা সইফ আলি খানের উপরে হামলার ঘটনায় মুম্বই পুলিশ ভুল করে প্রথমে যাকে ধরেছিল, সেই যুবক আকাশ কৈলাশ কানোজিয়ার চাকরি চলে গিয়েছে। বিয়ে ভেঙে গিয়েছে। কারণ, মুম্বই পুলিশ তাঁকে আটক করার পরে সোশাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়ে যায়। গত ৮ জানুয়ারি তাঁকে আটক করা হয়। তিনি পুলিশকে বলেছিলেন, তিনি সইফ আলি খানের উপর হামলার সঙ্গে যুক্ত নন।
ঘটনাচক্রে, ১৮ জানুয়ারি রাতে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে থানে থেকে গ্রেপ্তার করে দাবি করে সইফের উপরে হামলায় সে জড়িত। এর পরে কৈলাশকে ছেড়ে দেয় পুলিশ। ততক্ষণে কৈলাশের চাকরি চলে যায়। বিয়ে ভেঙে যায়। কৈলাশ এখন কি করবেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।