আমুদরিয়া নিউজ: অবসর নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন বিচারপতি সৌমেন সেন। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘ভারতীয় সংবিধানের ২২৩ ধারা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর বিচারপতি টিএস শিবজ্ঞানমের অবসরের পর কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনকে ওই হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছেন রাষ্ট্রপতি।’’ ২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে যোগ দেন সৌমেন সেন। তাঁর কার্যকালের মেয়াদ ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত। একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। যদিও সম্প্রতি বিচারপতি সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করে পাঠানোর জন্য সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কিন্তু এরই মাঝেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন তিনি। তবে সুপ্রিম কোর্টের প্রস্তাব কার্যকর হলে কলকাতায় নতুন করে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।
