আমুদরিয়া নিউজ: সোমবার অর্থনীতিতে নোবেলজয়ী তিন অর্থশাস্ত্রীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। স্থায়ী উন্নয়নে নয়া দিশা দেখিয়ে তথা সৃজনশীল ধ্বংসমন্ত্র বা ‘ক্রিয়েটিভ ডেসট্রাকশন’-এর পন্থা বাতলে পুরস্কৃত হলেন জোয়েল মোকির, ফিলিপ আঘিওন এবং পিটার হোউইত। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, উদ্ভাবন-চালিত আর্থিক বৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়।
