আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের কানপুরে রবিবার একজন মহিলার দেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম একতা গুপ্ত (৩২)। তাঁকে চার মাস আগে খুন করে তাঁর জিম প্রশিক্ষক কানপুরের জেলা ম্যাজিস্ট্রেটের (ডিএম) বাসভবনের কাছে একটি ক্লাব থেকে দেহটি উদ্ধার করে। মহিলার স্বামী রাহুল আগেই জিম ট্রেনারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সন্দেহবশত। জিম ট্রেনার সোনিকে পুলিশ গ্রেফতার করে।
সোনি পুলিশকে জানায় যে, তার এবং একতার মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু, সোনি একজনকে বিয়ে করে চাওয়ায় একতা আপত্তি করেন। তা নিয়ে গোলমালের সময়ে জিমের মধ্যে সোনি তাঁকে ঘুষি মারলে তিনি জ্ঞান হারান। এর পরে তাঁকে খুন করে সোনি দেহটি নিয়ে ডিএমের বাড়ির চত্বরের ক্লাবে পুঁতে দেন। তিনি পুলিশকে জানান, দৃশ্যম সিনেমা দেখে তিনি মনে করেছিলেন, ডিএমের বাসভবনের লাগোয়া ক্লাবে পুঁতলে কেউফ তা নিয়ে সন্দেহ করবে না। যদিও মহিলার স্বামী রাহুল গুপ্ত দাবি করেছেন, তাঁর স্ত্রীর সঙ্গে জিম ট্রেনারের সাথে সম্পর্ক ছিল না। তিনি জানান, এটি একটি অপহরণের মামলা।