আমুদরিয়া নিউজ: শুক্রবার ভরদুপুরে লালবাজারে হঠাৎ হাজির হলেন অভিনেতা জিতু কমল! পরিচালক দুলাল দে। কিন্তু, কেন লালবাজারে জিতু? জানা গেল, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে একটি সিনেমায় গত বছর অভিনয় করেছিলেন জিতু। চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়—একজন ডাক্তার, যিনি আবার একাধারে গোয়েন্দাও। সেই সিনেমার কাহিনি বইয়ের পাতায় আত্মপ্রকাশ করল, দীপ প্রকাশনীর থেকে। আর সেই বইয়েরই আনুষ্ঠানিক প্রকাশ হল লালবাজারে পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যালের হাত ধরে। উপস্থিত ছিলেন দীপ প্রকাশনী সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডলও। সেই প্রেক্ষিতেই লালবাজারে যাওয়া পরিচালক-অভিনেতা জুটির। বই প্রকাশের পর জীতু কমল লালবাজারের গোয়েন্দা দপ্তরও ঘুরে দেখেন। দুলাল দে জানিয়েছিলেন, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিটির সিক্যুয়েল আসবে খুব শিগগিরিই। চিত্রনাট্য লেখার কাজ চলছে।
