আমুদরিয়া নিউজ: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল নিরাপত্তাবাহিনীর এক জওয়ানের। গুরুতর জখম আরও তিনজন। সোমবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার বস্তারে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাও দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার সকালে বাহিনীর টহল দেওয়ার সময়েই অসাবধানতাবশত সেই বিস্ফোরক-এ পা দিয়ে ফেলেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। অন্যান্য আহ্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই খবর।