আমুদরিয়া নিউজ: প্রথম বারের জন্য নিজেদের মহিলা ব্রিগেড তৈরি করছে মাসুদ আজ়হারের জৈশ-ই-মহম্মদ। বাহিনীর নাম ‘জামাত-উল-মোমিনাত’। ব্রিগেডের নেতৃত্বে থাকছে মাসুদ আজাহারের বোন সাদিয়া। প্রসঙ্গত, সাদিয়া স্বামীকে অপারেশন সিঁদুরে খতম করে ভারতীয় সেনা। এই শাখায় জইশের কমান্ডারদের স্ত্রী এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল মহিলাদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগ চলছে বাহাওয়ালপুর, করাচি, মুয়াজ্জাফরাবাদ, কোটলি, হরিপুর ও মানসেরা কেন্দ্রগুলোতে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘জামাত-উল-মোমিনাত’ জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বৃদ্ধির চেষ্টা করছে তারা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। আগে জইশে মহিলারা কখনও অস্ত্র বা যুদ্ধে অংশগ্রহণ করত না, কিন্তু এবার কৌশলে পরিবর্তন আনা হয়েছে।
