আমুদরিয়া নিউজ : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO আরও একবার বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার প্রমাণ দিল। সংস্থার সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 সফলভাবে আমেরিকার AST Space Mobile সংস্থার একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটির উৎক্ষেপণ করা হয় এবং উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিটের মধ্যেই কৃত্রিম উপগ্রহটি নির্ধারিত লো আর্থ অরবিটে পৌঁছে যায়। এই উপগ্রহটি ভবিষ্যতে সরাসরি সাধারণ মোবাইল ফোনে 4G ও 5G পরিষেবা দেওয়ার লক্ষ্যে ব্যবহৃত হবে। বিশেষ করে দুর্গম ও যোগাযোগহীন অঞ্চলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।