আমুদরিয়া নিউজ : শিশু – কিশোরদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে বিশেষ উদ্যোগ ইসরোর। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ইসরোর ভ্রাম্যমাণ একটি বাস সারা দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছে। শনিবার ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের গাড়িটি এসে পৌঁছায় কোচবিহার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে। এদিন ওই গাড়ি স্কুলে পৌঁছালে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়।
এদিন গাড়িটি স্কুলের সামনে এসে উপস্থিত হলে স্কুলের ছোট ছোট পড়ুয়া ইসরোর ওই গাড়ির ভেতরে প্রবেশ করে। গাড়ির ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ, উৎক্ষেপণ যান, চন্দ্রযান, মঙ্গলযান, স্যাটেলাইটের প্রয়োগ ইত্যাদি সম্পর্কে হাতে-কলমে দেখান ওই স্কুলের শিক্ষকরা। পাশাপাশি মহাকাশ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করেন তারা। এদিন কোচবিহার শহরের মোট ১৩টি স্কুল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সেই সাথে উপস্থিত সকল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এদিন এবিষয়ে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে চায় ইসরো। এই লক্ষ্যে তাদের একটি ভ্রাম্যমাণ বাস দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছে। ইসরোর এই ভ্রাম্যমাণ বাসটি তাদের স্কুলে আসায় তারাগর্বিত।