আমুদরিয়া নিউজ: দক্ষিণ গাজ়ার হাসপাতালে ইজরায়েলের বোমা হামলা। জানা গিয়েছে গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এই হামলা মৃত্যু হয়েছে চার সাংবাদিক-সহ ১৫ জনের। সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর ১টা নাগাদ প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইজ়রায়েল। সে সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েক জনও ছাদে যান। সে সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইজ়রায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সাংবাদিক-সহ ১৫ জনের। নিহত চার সাংবাদিকের নাম হোসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক), মহম্মদ সালামা (আল জ়াজ়িরার চিত্র সাংবাদিক), মারিয়ম আবু দাকা (অ্যাসোসিয়েটেড প্রেস-সহ বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক) এবং মোয়াজ় আবু তাহা (এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক)। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। গাজায় ইজরায়েলি হামলায় সাংবাদিকের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও কয়েক জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
