আমুদরিয়া নিউজ :নিউইয়র্ক সফরে আসার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি এলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একটি সংবাদ সংস্থার জানিয়েছে, ৪ নভেম্বর বিপুল ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া মামদানি গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় সাধারণ মানুষের ওপর হামলা ও জনতাকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে গত ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি পরোয়ানা জারি করে। সোমবার এক টিভি ইন্টারভিউয়ে সে কথা ফের মামদানি বলেছেন। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।