আমুদরিয়া নিউজ: পাকিস্তানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার দাবি তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে আমেরিকায় রয়েছেন। সোমবার হোয়াইট হাউসের নৈশভোজ সারেন তিনি। সেখানে নেতানিয়াহু বলেন, “আপনি একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করে চলেছেন। এই সম্মান পাওয়ার জন্য আপনিই যোগ্য।” একই সঙ্গে জানান ট্রাম্প যাতে নোবেল পান তার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে মনোনয়নপত্রও জমা দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসের নৈশভোজে সেই মনোনয়ন পত্রের কপি ট্রাম্পের সামনে তুলে ধরেন নেতানিয়াহু। মনোনয়নপত্রের কপি হাতে পেয়ে নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “এটা আমার জন্য অপ্রত্যাশিত, আমি সত্যিই খুশি।”
