আমুদরিয়া নিউজ: গাজায় শান্তিচুক্তির প্রথম দফায় সম্মত হয়েছে ইজরায়েল এবং হামাস। ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, ‘আমি গর্বিত গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস। এর অর্থ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠীটি ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে। পরিবর্তে ইজরায়েল গাজার কিছু অংশ থেকে তাদের সেনা তুলে নেবে।’ একইসঙ্গে তিনি কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদও জানিয়েছেন। প্রায় ২ বছর ধরে যুদ্ধ চলছে হামাস ও ইজরায়েলের মধ্যে। এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজার মানুষের। আহতের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
