আমুদরিয়া নিউজ : শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইজরায়েলে। বিদেশি সংবাদ সংস্থার দাবি, তাতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। লেবাননের দাবি, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চলছে। তা সত্ত্বেও হামলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, তারাও পিছু হটবে না।