আমুদরিয়া নিউজ : মঙ্গলবার ভোরে বেইরুটের দক্ষিণে একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তাঁদের দাবি হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে তাঁরা গুলি চালিয়েছে। নভেম্বরে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলের হামলার কয়েকদিন পর কোনও সতর্কতা ছাড়াই এই বিমান হামলা চালানো হয়। তাঁরা জানিয়েছে যে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের নির্দেশে এই হামলা চালানো হয়েছে।