আমুদরিয়া নিউজ: সংশোধিত ওয়াকফ আইন বাতিল এবং এসআইআর-এর প্রতিবাদে আইএসএফ-এর বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র বাঁধল ধর্মতলায়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে আইএসএফ কর্মীদের। এদিন নওশাদ সিদ্দিকির নেতৃত্বে পথে নামে আইএসএফ। হাতে জাতীয় পতাকা নিয়ে ধর্মতলার মেইন রোডে মিছিল শুরু করে কর্মীসমর্থকরা। এরপরেই মিছিলের পথ আটকায় পুলিশ। পুলিশের দাবি, মিছিলের কোনও অনুমতি নেয়নি আইএসএফ। এরপরই মাঝ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এরপরই ব্যাপক ধড়পাকড় শুরু করে পুলিশ। নওশাদকে আটক করা হয়। এদিকে অভিযোগ উঠেছে, পুলিশি হস্তক্ষেপের সময় বিধায়ক নওসাদকে ঘুষি মারেন এক পুলিশকর্মী। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
