আমুদরিয়া নিউজ : আমেরিকায় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হতে বসেছে। টিকটকের পক্ষে জানানো হয়েছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট কোনও পদক্ষেপ না নিলে রবিবার থেকে টিকটক আমেরিকায় বন্ধ করে দিতে হবে। কারণ, আমেরিকায় চিনা কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গতকাল সুপ্রিম কোর্টেও বহাল রেখেছে। আইন অনুসারে, আমেরিকায় ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি সর্বসম্মতিক্রমে আইনটি বহাল রাখার আদেশ দেন। আমেরিকায় টিকটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৭ কোটি।