আমুদরিয়া নিউজ : ভয়াবহ খরা চলছে ইরান। তাই মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর প্রস্তুতি চলছে সেখানে। যা কি না ‘ক্লাউড সিডিং’ নামে পরিচিত। ক্লাউড সিডিং বলতে আকাশে থাকা মেঘে বিমান বা ভূপৃষ্ঠভিত্তিক জেনারেটরের মাধ্যমে সিলভার বা পটাসিয়াম আয়োডাইডসহ বিভিন্ন রাসায়নিক ছড়ানো হয়। তার ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘকে বৃষ্টিতে রূপ দেয়। দশকের পর দশক ধরে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। উর্মিয়া লেক অঞ্চলের আকাশে ক্লাউড সিডিং শুরু হয়েছে। ইরানের এই হ্রদটি শুকিয়ে গিয়েছে।