আমুদরিয়া নিউজ: বুধবার দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে অষ্টাদশ আইপিএলের প্লে অফে জায়গা নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। খেলার শেষে মুম্বইয়ের ক্রিকেটাররা করমর্দন করেন মুম্বইয়ের মালকিন নীতা আম্বানির সঙ্গে। করমর্দন করার আগে নীতা আম্বানিকে দেখা যায় বুমরাহর হাতে স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন। পরে করণ শর্মার হাতেও স্যানিটাইজার ঢেলে দেন নীতা আম্বানি। হাত স্যানিটাইজড করার পরই ক্রিকেটাররা হাত মেলান নীতা আম্বানির সঙ্গে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। মহারাষ্ট্র-সহ উত্তরপ্রদেশ ও কেরলে করোনার নতুন ভ্যারিয়ান্টের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। তাই সাবধান থাকতেই নীতা এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে নীতার আরও একটি ছবি ভাইরাল হয়। কারও দিকে ইঙ্গিত করে ছটি আঙুল দেখাচ্ছিলেন তিনি। মনে করা হচ্ছে, এ বার ষষ্ঠ ট্রফি জয় করতে যাচ্ছে এটাই বোঝাতে এই কাজ করেছেন মুম্বাই মালকিন।