আমুদরিয়া নিউজ: আইপিএলের বাকি ম্যাচ খেলতে আর ভারতে আসছেন না মিচেল স্টার্ক। ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচ খেলবেন স্টার্ক। আইপিএলের ফাইনাল তার এক সপ্তাহ আগে ৩ জুন। সেই কারণেই আইপিএল খেলতে রাজি নন স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, বাকি আইপিএল খেলতে তিনি আর ভারতে আসছেন না। স্টার্ক এ বারের আইপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১টি ম্যাচে তাঁর ঝুলিতে ১৪ উইকেট।
দিল্লির বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই স্টার্কের না থাকা সমস্যায় ফেলতে পারে দিল্লি শিবিরকে। এদিকে শোনা যাচ্ছে পুরো আইপিএল না খেলার কারণে টাকা কাটা যাবে স্টার্কের। নিলামে তাঁকে ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল দিল্লি। কিন্তু পুরো আইপিএল না খেলার কারণে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা কাটা হতে পারে স্টার্কের। প্রসঙ্গত, ১৭ মে থেকে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হতে চলেছে। দিল্লির ম্যাচ রয়েছে ১৮ মে, রবিবার।