আমুদরিয়া নিউজ : উগান্ডায় জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানায় উগান্ডা কমিউনিকেশনস কমিশন। কর্তৃপক্ষের দাবি, নির্বাচনের আগে ভুল তথ্য ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতেই এই পদক্ষেপ। এই নির্বাচনে রাষ্ট্রপতি ইয়োওয়েরি মুসেভেনি টানা সপ্তম মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনির প্রধান চ্যালেঞ্জার বিরোধী নেতা ও জনপ্রিয় সংগীতশিল্পী ববি ওয়াইন। নির্বাচনকে ঘিরে হিংসা ও দমন-পীড়নের অভিযোগ উঠেছে। বিরোধী সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি ও টিয়ার গ্যাস ব্যবহারের খবর দিয়েছে রাষ্ট্রসংঘ। পাশাপাশি ভোটের আগে দুটি মানবাধিকার সংগঠনকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।