আমুদরিয়া নিউজ : ভারতে–চিনের দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন রেকর্ড গড়েছে। ২০২৫ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৬২ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ভারতের চিনে রপ্তানি ৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫.৫ বিলিয়ন ডলার বেশি। তবে একই সঙ্গে চিনের ভারতীয় বাজারে রপ্তানি ১২.৮ শতাংশ বেড়ে ১৩৫.৮৭ বিলিয়ন ডলারে দাঁড়ানোয় বাণিজ্য ঘাটতি রেকর্ড ১১৬.১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।