আমুদরিয়া নিউজ: দীপাবলিতে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সোমবার উৎসবের মরশুমে বাজার খুলতেই একলাফে প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। দু’শো পয়েন্টের বেশি বেড়েছে নিফটিও। শনিবার ধনতেরস উপলক্ষে সোনা-সহ অন্যান্য মূল্যবান ধাতুর কেনাকাটাও বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এদিন বাজার খুলতেই ৬৭৩.৯০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছে যায় ৮৪৬২৬.০৯য়ে। নিফটিও বেড়ে দাঁড়ায় ২৫৯১২.৩৫ পয়েন্টে। তবে বেলা বাড়তে বেশ খানিকটা পড়েছে সেনসেক্সের সূচক। রিলায়্যান্স, বাজাজ ফিনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, টাটা মোটর্স, সান ফার্মা, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, এয়ারটেল, টেক মহিন্দ্রা, টাইটান, এনটিপিসির মতো একাধিক শেয়ারে লগ্নিকারীরা বিপুল মুনাফা ঘরে তুলেছেন এদিন।