আমুদরিয়া নিউজ: রিয়েল এস্টেট ব্যবসায় নাম করে ৪ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি। সংবাদ সংস্থা সূত্রে খবর ধৃত সিদ্ধার্থ মুখার্জি এবং সুনীতা মুখার্জি কমপক্ষে ১০০ জনকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন। গত জুন মাসে টেক্সাসের টারান্ট কাউন্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তাঁরা একটি ভুয়ো রিয়েল এস্টেট সংস্থা খোলেন। সেখানে তাঁরা বিভিন্ন বাড়ি বা অ্যাপার্টমেন্টের নকল দলিল বানাতেন। এরপর সেগুলি বিভিন্ন জনকে দেখিয়ে আগাম টাকা হাতিয়ে নিতেন। কিন্তু টাকা দিয়েও বাড়ি পাননি কেউ। এই ধরনের শতাধিক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় সিদ্ধার্থ এবং সুনীতাকে।
