আমুদরিয়া ডেস্ক: স্ত্রী এবং সন্তানকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার ওয়াশিংটনে। পুলিশ জানিয়েছে, দু’জনকে গুলি করার পরে আত্মহত্যা করেছেন হর্ষবর্ধন এস কিক্কেরি নামে ওই ব্যক্তি। জানা গিয়েছে, মাইসুরুর বাসিন্দা ৫৭ বছরের হর্ষবর্ধন কিক্কেরি বিখ্যাত রোবোটিক্স সংস্থা ‘হোলোওয়ার্ল্ডে’র সিইও। তাঁর ৪৪ বছরের স্ত্রী শ্বেতা পনিয়ামও সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা।
গত ২৪ এপ্রিল ওয়াশিংটনের নিউকাস্লে স্ত্রী ও সন্তানকে তিনি গুলি করে খুন করেন বলে অভিযোগ। কিন্তু তাঁদের ৭ বছরের ছোট ছেলেটি সেই সময় বাড়িতে না থাকায় সে প্রাণে বেঁচে গিয়েছে। প্রসঙ্গত, রোবোটিকসেই বিশেষজ্ঞ ছিলেন হর্ষবর্ধন। আমেরিকায় মাইক্রোসফ্টেও কাজ করেছিলেন। রোবটিক্সে ৪৪টি আন্তর্জাতি পেটেন্ট রয়েছে তাঁর। পেয়েছেন ইনফোসিসের এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মতো বহু সম্মান। কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ করলেন তা অবশ্য স্পষ্ট নয়।