আমুদরিয়া নিউজ: সম্প্রতি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং সেদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সেই বক্তব্যের জন্য পাকিস্তানকে সতর্ক করল ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে বার বার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি, ঘৃণাভাষণ দেওয়া হচ্ছে। এটা ওদের চেনা কৌশল। নিজেদের ব্যর্থতা আড়াল করতে ওরা আগেও ভারতবিরোধী মন্তব্য করেছে। পাকিস্তানের উচিত তাদের বক্তব্য সংযত করা।’’ এর পরেই তিনি বলেন, ‘‘পাকিস্তান কোনও দুঃসাহসিক পদক্ষেপ করলে তার পরিণতি যন্ত্রণাদায়ক হতে পারে। সম্প্রতি যেমনটা হয়েছে।’’
