আমুদরিয়া নিউজ: রবিবার নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত। ফাইনালের আগের দিন অধিনায়ক হরমনপ্রীত কৌর সাফ জানিয়ে দিলেন, হারের ব্যথা থেকে শিক্ষা নিয়েই তাঁরা বিশ্বকাপ জিততে চান। অধিনায়কের কথায়, “আমরা জানি, হারতে কতটা কষ্ট হয়। কিন্তু এবার আমরা জয়ের অনুভূতিটা পেতে চাই। আগামীকাল একটি বিশেষ দিন। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আর সেটা শুধু দলকে চ্যাম্পিয়ন করার জন্য।” ২০০৫ এবং ২০১৭ দুবার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে। প্রথম বার অস্ট্রেলিয়া, পরের বার ইংল্যান্ডের কাছে। তার মধ্যে ২০১৭ সালে লর্ডসের সেই ফাইনালে ভারতীয় দলে ছিলেন হরমনপ্রীত কউর। যিনি এখন ভারতের অধিনায়ক। হরমনপ্রীত বলছেন, “এ বার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে। আশা করি কালকের দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করেছি আমরা। কাল সব কিছু ঠিকঠাক করতে চাই। ওটাই আসল।”