আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে মাস খানেক আগে পৃথিবীতে ফিরেছিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। রবিবার ভারতে ফেরার পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গেলেন তিনি। নরেন্দ্র মোদীর হাতে জাতীয় পতাকা তুলে দেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, যেটি মহাকাশে ওড়ানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভাংশু। মহাকাশে থাকাকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও দুর্দান্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তাঁর সঙ্গে। ব্যাখ্যা করেন কীভাবে তিনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থেকে মহাকাশ মিশনের দায়িত্ব পালন করেছেন। গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তাঁর সঙ্গে গিয়েছিলেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফেরেন শুভাংশুরা।
