আমুদরিয়া নিউজ: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবার ছত্রছায়ায় থাকা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। শুক্রবার সকালে ভারতের বিদেশমন্ত্রকের তরফেব বিবৃতি জারি করে বলা হয়, ‘সন্ত্রাসদমন এবং জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পক্ষে বারবার সওয়াল করেছে ভারত। টিআরএফকে জঙ্গি ঘোষণা করার বিষয়টিও সন্ত্রাসদমনে ভারত-আমেরিকার সহযোগিতার প্রতিফলন। সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে টিআরএফকে নিয়ে।’ মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সন্ত্রাসবিরোধিতায় ভারত-আমেরিকা সহযোগিতার প্রমাণ মিলল। মার্কিন বিদেশ দপ্তর এবং বিদেশ সচিবের এই উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স।’
