আমুদরিয়া নিউজ: বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। তবে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে বিতর্কে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। রবিবার ম্যাচ শেষ হওয়ার পর পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদবরা। এহেন আচরণের বিরুদ্ধে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি। এমনকী দাবি পূরণ না হলে পরের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছে। কিন্তু হাত না মেলানোর জেরে টিম ইন্ডিয়া কি শাস্তির মুখে পড়বে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। আইসিসির কোড অফ কন্ডাক্টের প্রস্তাবনা অনুযায়ী, বিপক্ষ জিতলে তাকে শুভেচ্ছা জানাতে হবে। ম্যাচের শেষে অফিশিয়াল এবং বিপক্ষকে ধন্যবাদ জানাতে হবে। এই বিষয়গুলি কোনও দল যদি পালন না করে তাহলে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.১.১ ধারায় সেটা লেভেল ওয়ান অপরাধ হবে। তবে আইন লঙ্ঘনের শাস্তি সাধারণত গুরুতর নয়—সর্বাধিক জরিমানার মুখে পড়তে পারেন অধিনায়ক। বড় শাস্তির সম্ভাবনা কম।