আমুদরিয়া নিউজ : ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের অবস্থান, পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ও জঙ্গিদের হস্তান্তর নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই ভারতের মূল লক্ষ্য। সম্প্রতি কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান আল মারসুস’ শুরু করে। এই সংঘর্ষে উভয় পক্ষের বহু হতাহতের পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যা চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। এই প্রেক্ষাপটে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি আপনাদের উভয়ের সঙ্গে কাজ করতে চাই, যদি হাজার বছর পরেও কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘যদিও আলোচনা হয়নি, তবে আমি এই দুই দেশের সঙ্গেই উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি।’ এই বার্তায় ট্রাম্প কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আমেরিকার আগ্রহ প্রকাশ করেছেন।
