আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। আর ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, ভারত–পাকিস্তান ম্যাচকে এখন আর কোনও লড়াই-ই নয়। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, “আপনারা আর এই চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহার করবেন না, প্লিজ। কোনও দলের সময় ভালো নাও যেতে পারে। কিন্তু আমরা মতে, যদি দু’টো দল ১৫-২০টা ম্যাচে মুখোমুখি হয় এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। ১৩-০, ১০-১- ঠিক জানা নেই তফাত এখন ঠিক কত। তবে এই ম্যাচটা আর রাইভ্যালরি নয়।” গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল পাকিস্তান। ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে সূর্যরা।