আমুদরিয়া নিউজ: আগামী ১৮ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে।বৃহস্পতিবারই হটলাইনে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের ডিজিএমও। আর সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছিল পাকিস্তান। সীমান্তে গোলাগুলির পাশাপাশি ড্রোন-মিসাইল দিয়েও হামলা করে।সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পালটা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। গত ১০ মে এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করতে দেখা যায় বিদেশ সচিব বিক্রম মিসরিকে। পরে আরও দু’দফা দু’দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গতকাল দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠকে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
